অনুশীলনে শ্রাবণ ঢলও ‘অজুহাত নয়’ মুশফিকের
ভরা বর্ষায় অবিরাল ঝরছে বৃষ্টি। এমন দিনে ঘরে বসে থাকাই আরামদায়ক। ব্যক্তিগত অনুশীলন হওয়ায় মুশফিকুর রহিমের মাঠে যাওয়ার বাধ্যবাধকতাও ছিল না। কিন্তু তিনি তো মাঠে গেলেনই, বৃষ্টিতে ভিজে দৌড়ালেনও। সেই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন এই ব্যাটসম্যান।
রোববার থেকে দেশের চার ভেন্যুতে ৯ ক্রিকেটারকে স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয় বিসিবি। এতে করে চার মাসের স্থবিরতার পর শুরু হয় দেশের ক্রিকেটীয় কার্যক্রম। তাদের সঙ্গে পরদিন খুলনায় যোগ দেন মেহেদী হাসান মিরাজ। ঢাকায় যোগ দিচ্ছেন পেসার মেহেদী হাসান রানা ও তাসকিন আহমেদ।
মঙ্গলবার নিজের দ্বিতীয় দিনের অনুশীলনে এসে বৃষ্টির মধ্যেও রানিং করেছেন মুশফিক। সেই ভিডিও নিজের ফেসবুক পাতায় দিয়ে লিখেছেন, ‘বৃষ্টি...কোন অজুহাত নয়। কেবল প্রস্তুত হও আর দৌড়াও।’
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটসম্যানদের রানিং ও জিমের পাশাপাশি ইনডোরে ব্যাটিং অনুশীলনের সুযোগ আছে। থ্রো ডাউন ও বোলিং মেশিনে ব্যাটিং অনুশীলনের সুযোগ পুরোটাই নিচ্ছেন মুশফিকরা।
মিরপুরে অনুশীলন আরও চালিয়ে যাচ্ছেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, মোহাম্মদ মিঠুন।
সিলেটে নির্দিষ্ট সময় অনুযায়ী জিম ও রানিং করছেন সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ। চট্টগ্রামে অফ স্পিনার নাঈম হাসান অনুশীলন করছেন একা একা। খুলনায় প্রথম দিন থেকে অনুশীলন চালাচ্ছেন নুরুল হাসান সোহান ও মাহাদি হাসান। ২৬ জুলাই পর্যন্ত চলবে তাদের প্রথম দফার ব্যক্তিগত অনুশীলন।
Comments