সুনামগঞ্জে বাস দুর্ঘটনায় কেউ মারা যায়নি: পুলিশ

সুনামগঞ্জে বাস দুর্ঘটনায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন ছয় জন।
সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের বিবৃতিতে বলা হয়েছে, আজ সকাল ৯টায় সিলেট হতে ১৭ জন যাত্রী নিয়ে একটি বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। সকাল সোয়া ১০টার দিকে সুনামগঞ্জের লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিমজ্জিত হয়। এ ঘটনায় ছয় জন আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন। তাদের মধ্যে তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। বর্তমানে তিন জন চিকিৎসাধীন আছেন এবং তারা আশংকামুক্ত।
বিবৃতি আরও বলা হয়, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন নাহার রুমা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা ধরে উদ্ধার কাজ পরিচালনা করে দুর্ঘটনায় কোনো যাত্রী মারা যায়নি বলে জানান।
আরও পড়ুন:
Comments