বন্যার্তদের উদ্ধারে ৬০টি বিশেষ নৌযান কিনবে দুর্যোগ মন্ত্রণালয়

দেশে বন্যা কবলিতদের সহায়তার জন্য ৬০টি বিশেষ উদ্ধারকারী নৌযান কিনতে যাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যা দুর্গত লোকজন এই নৌযানগুলো দিয়ে বিনা খরচে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে পারবে।
কুড়িগ্রামের সদর উপজেলার সারডোব গ্রামে ধরলা নদীর পাড়ে বন্যায় ঘরহারা মানুষ। ছবি: এস দিলীপ রায়

দেশে বন্যা কবলিতদের সহায়তার জন্য ৬০টি বিশেষ উদ্ধারকারী নৌযান কিনতে যাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যা দুর্গত লোকজন এই নৌযানগুলো দিয়ে বিনা খরচে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে পারবে।

আজ মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর আখতার হোসেনের সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করেছে। মন্ত্রণালয় ২৭ কোটি টাকা ব্যয়ে এই নৌযানগুলো কিনবে। প্রতিটি নৌযানের ধারণ ক্ষমতা হবে ৮০ জনের। এতে ৫০টি আসন থাকবে এবং ৩০ জন দাঁড়িয়ে যাতে পারবে।

আতিকুল হক বলেন, ‘বন্যাদুর্গত জেলার জেলা প্রশাসনের কাছে আমরা নৌযানগুলো হস্তান্তর করব। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা এবং চর থেকে মানুষকে উদ্ধার করতে এগুলোর ব্যবহার হবে। কেউ যদি বাড়ি সরিয়ে নিতে চায়, সেক্ষেত্রেও এই নৌযানগুলো ব্যবহার করা যাবে।

নৌযানগুলো এমনভাবে তৈরি হবে যাতে প্রতিবন্ধীরা হুইলচেয়ার ব্যবহার করে এগুলো ব্যবহার করতে পারে। এতে নারীদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি।

তিন মাস পর এই বিশেষ নৌযানের প্রথম চালান হাতে পাওয়া যাবে বলে জানান আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের আরও নৌকা কেনার কথা আছে। দেশের বন্যাদুর্গত ২১টি জেলার প্রতিটি উপজেলায় এগুলো দেওয়ার প্রত্যাশা করছি।’

Comments

The Daily Star  | English

JP headed for yet another split?

Jatiya Party, the main opposition party in parliament, is facing another split centering the conflict between its Chairman GM Quader and Chief Patron Raushan Ershad over MP nominations, party insiders said.

31m ago