পঞ্চগড়ে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে ভুয়া মেডিকেল টেস্টের মাধ্যমে চিকিৎসা সেবার নামে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

পঞ্চগড়ে ভুয়া মেডিকেল টেস্টের মাধ্যমে চিকিৎসা সেবার নামে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার বিকেলে পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকায় লিজিটপ্লাস অ্যাফিলিয়েট লিমিটেডে অভিযান চালিয়ে ওই জরিমানা করেন পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

এ সময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. তোফায়েল আহমেদ সেখানে উপস্থিত ছিলেন।

পরেশ চন্দ্র বর্মন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওই প্রতিষ্ঠানটিতে আবু বক্কর সিদ্দিক ও রবিউল ইসলাম নামে দুই ব্যক্তি রোগীদের বয়স, উচ্চতা এবং ওজন জেনে একটি ইলেক্ট্রনিক ডিভাইস দিয়ে রোগ নির্ণয়ের কথা বলে নানা প্রকার ইউনানি ওষুধ বিক্রি করছিলেন।’

চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা প্রতারণার শিকার হচ্ছেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রতারণার সত্যতা পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানের দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভুয়া মেডিক্যাল টেস্টের যন্ত্রপাতি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

Comments