বংশালে গ্যাসলাইন বিস্ফোরণে শিশু নিহত, দগ্ধ ৩

রাজধানীর বংশালের কসাইটুলীতে রাস্তার গ্যাসলাইন বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। দগ্ধ হয়েছেন তার মা, বাবা ও বড় বোন।
Fire logo
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর বংশালের কসাইটুলীতে রাস্তার গ্যাসলাইন বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। দগ্ধ হয়েছেন তার মা, বাবা ও বড় বোন।

তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাস্তার পাশের গ্যাসলাইন বিস্ফোরণের কথা জেনেছি। এতে একটি বাসার দেয়াল আংশিক ধসে পড়েছে। বাসায় থাকা একই পরিবারের চারজন দগ্ধ হন। সেই পরিবারের শিশু মইনুল (৩) ঘটনাস্থলে মারা যায়। তার বাবা জাবেদ হোসেন (৩০), মা শিউলি আক্তার (২৫) ও বোন জান্নাতুল ইসলাম (৪) দগ্ধ হয়েছেন।

সিদ্দিকবাজার দমকল বাহিনীর সিনিয়র স্টেশন কর্মকর্তা ফয়সালুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘গতরাতে তিন তলা ভবনের পাশের গলিতে গ্যাসলাইনের কাজ করা হয়। আমাদের ধারণা ওই গ্যাসলাইনের থেকে গ্যাস লিকেজ হয়ে নিচতলার ওই বাসায় জমে থাকে। পরে সকালে রান্নার জন্য ম্যাচ জ্বালালে এই বিস্ফোরণ হতে পারে।’

‘বিস্ফোরণের ফলে দেয়ালের কিছু অংশ ধসে পড়ে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এর নিচে চাপা পড়ে শিশুটি মারা যায়।’

দগ্ধ জাবেদের ফুফু শিউলি বেগম সাংবাদিকদের বলেন, ‘এলাকায় জাবেদ হোসেনের একটি ব্যাগ তৈরির কারখানা রয়েছে। তার স্ত্রী গৃহিণী। পরিবার নিয়ে কসাইটুলীর জুম্মন কমিউনিটি সেন্টারের পাশের ওই বাসায় থাকতো।’

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্র ডেইলি স্টারকে জানিয়েছে, ‘জাবেদের ৩০ শতাংশ, তার স্ত্রী শিউলির ১৭ শতাংশ ও মেয়ে জান্নাতের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।’

Comments

The Daily Star  | English

Equity funds from foreign investors dip

Bangladesh received 41 percent lower equity capital from foreign investors in fiscal year (FY) 2022-23 compared to a year ago

4h ago