অনৈতিক কাজের দায়ে চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ ৩ জনের জেল

বরিশালে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে একজন এমবিবিএস চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ভুয়া পরিচয় দেওয়া এবং মৃত চিকিৎসকের স্বাক্ষর নকল করে প্যাথলজি সার্টিফিকেট দেওয়ার অপরাধে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন।
সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেসের দুই মালিক একে চৌধুরী ও জসিম উদ্দিন। ছবি: স্টার

বরিশালে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে একজন এমবিবিএস চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ভুয়া পরিচয় দেওয়া এবং মৃত চিকিৎসকের স্বাক্ষর নকল করে প্যাথলজি সার্টিফিকেট দেওয়ার অপরাধে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন।

নগরীর জর্ডন রোড এলাকায় সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে এই চিকিৎসক প্রায় ছয় মাস ধরে প্রতারণা করে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তা নিয়ে এক অভিযানে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এই চিকিৎসকের নাম ডা. নূর-এন সরোয়ার সৈকত।

দণ্ডাদেশপ্রাপ্ত অপর দুজন হলেন সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেসের দুই মালিক একে চৌধুরী ও জসিম উদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়েছে। ডা. সরোয়ার স্বীকার করেছেন যে তিনি এমবিবিএস চিকিৎসক হলেও শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে সাইনবোর্ড ও প্রেসক্রিপশন ব্যবহার ও ১২টি জটিল রোগের বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। অন্যদিকে মো. আমানুল্লাহ নামে এক প্যাথলজি চিকিৎসক চার দিন আগে মারা গেলেও তার  ভুয়া স্বাক্ষর ব্যবহার করা হচ্ছিল। এই অপরাধমূলক কাজের জন্য তাদের তিনজনকেই ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, নুরুল ইসলাম।

Comments