শীর্ষ খবর

র‌্যাবের অভিযানে জেএমবি সদস্য গ্রেপ্তার

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির এহসার সদস্য নাসিমুল ইশান চৌধুরী ওরফে নাসিম ইশানকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।
Dhamrai
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির এহসার সদস্য নাসিমুল ইশান চৌধুরী ওরফে নাসিম ইশানকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

আহ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২২ জুলাই বিকেল সাড়ে ৫টায় ঢাকার ধামরাই এলাকা থেকে জেএমবির এহসার সদস্য নাসিমুল ইশান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। সে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পলাতক আসামি।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, নাসিমুল ইশান চৌধুরী ওরফে নাসিম ইশান বরিশাল সদর থানার কাউনিয়া এলাকার বাসিন্দা। নাসিমুল উগ্রাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জেএমবিতে যোগ দেন। সে জেএমবিতে দাওয়াতী কাজ করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Comments

The Daily Star  | English

Fresh Israeli strikes kill 109 in Gaza

The health ministry in the Gaza Strip said 109 people had been killed in the Palestinian territory today after a truce between Israel and Hamas expired

13m ago