স্বাস্থ্যের ডিজি ডা. কালামের নিয়োগ চুক্তি বাতিল করলো সরকার

অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত্র একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের মহপরিচালক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ গত ২১ জুলাই থেকে বাতিল করা হল।’

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের নানান কর্মকাণ্ড নিয়ে সমালোচনা মুখে গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দেন ডা. আজাদ।

আরও পড়ুন:

স্বাস্থ্য সচিব বললেন ‘পদত্যাগ’ করেছেন, জনপ্রশাসন সচিব জানালেন ‘পত্র পাননি’

 

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago