চাঁদপুরে মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে জেলা বিএনপির স্মারকলিপি
চাঁদপুরে মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিমুল্লাহ সেলিমসহ নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের কাছে এই স্মারকলিপিটি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়, চাঁদপুরের মেঘনা নদীর ভয়াবহ ভাঙনের কারণে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর, হানারচর ইউনিয়নসহ চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরানবাজার অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া, হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মাঝেরচর ও ইশানবালায় ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। এর মূল কারণ নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন। এজন্য চাঁদপুর ও হাইমচর রক্ষায় এখনই বালু উত্তোলন বন্ধ করা প্রয়োজন।
অ্যাড. সলিমুল্লাহ সেলিম বলেন, ‘চাঁদপুরের মেঘনায় দীর্ঘদিন ধরে একটি মহল অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে। এর ফলে, নদীর ভাঙনে পুরো চাঁদপুর হুমকির মুখে পড়েছে। যে কোনো মুহূর্তে চাঁদপুর শহর বিলীন হয়ে যেতে পারে।’
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘জেলা প্রশাসন চাঁদপুরের কোথাও কোনো বালু উত্তোলন করে না। তবে, হাইকোর্টের আদেশে কেউ বালু উত্তোলন করলে আমরা বন্ধ করতে পারি না। স্মারকলিপির বিষয়টি আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে জানাবো। তারা হাইকোর্টকে জানিয়ে বালু উত্তোলন বন্ধ করতে পারবে।’
Comments