বরিশালে কোরবানির পশু চুরি চক্রের ৩ সদস্য আটক

বরিশালে কোরবানির পশু চুরি চক্রের তিন সদস্যকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। একইসঙ্গে চুরি যাওয়া পাঁচটি গরু উদ্ধার, চুরিতে ব্যবহৃত প্রাইভেট কার ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) খাইরুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ১৯ জুন রাতে এয়ারপোর্ট থানার উত্তর কড়াপুরে এক ব্যক্তির গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়। ২৬ জুন মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়ার আরেক ব্যক্তির গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি হয়। দুটি চুরির ঘটনায় পৃথক মামলা হয়। মামলার তদন্ত করতে গিয়ে এই চক্র সম্পর্কে জানতে পারে পুলিশ।’
‘ভদ্র পোশাক পরে প্রাইভেট কারে করে ঘুরে বেড়াতো এই চক্র। কোরবানি ঈদকে কেন্দ্র করেই চক্রটি সক্রিয় হয়ে উঠেছে। প্রাইভেট কারে চড়ে তারা বিভিন্ন এলাকায় রেকি করতেন। তারপর সুযোগ বুঝে ছাগল চুরি করতেন, আর পিকআপ ভ্যানে গরু চুরি করতেন।’
তিনি আরও বলেন, ‘এয়ারপোর্ট থানায় দায়ের হওয়া ওই দুটি মামলার সূত্র ধরে এই চক্রের খোঁজ পায় পুলিশ। বুধবার দিবাগত রাতে পুলিশের অভিযানে তিন জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি গরু উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।’
Comments