যমুনায় আবারও পানি বেড়েছে, মানিকগঞ্জ পৌর এলাকায় বাড়ছে ভোগান্তি
গত চার দিন আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি কমলেও আজ আবার বাড়তে শুরু করেছে। আজ শুক্রবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি ছয় সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’
জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ‘সবশেষ হিসাব অনুযায়ী জেলার ২৮ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০ হাজার ৯৫১টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ১৯টি আশ্রয়কেন্দ্রে ৬৪৭টি পরিবার আশ্রয় নিয়েছে। উপজেলাগুলোর পাশাপাশি মানিকগঞ্জ পৌর এলাকায় পানি বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে ভোগান্তি।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ পর্যন্ত সাড়ে তিন শ মেট্রিক টন চাল, তিন হাজার প্যাকেট খাবার, গোখাদ্যের জন্য ছয় লাখ ও শিশু খাদ্যের জন্য দুই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে ১৭০ মেট্রিক টন চাল, দুই হাজার তিনি শ প্যাকেট খাবার, শিশু খাদ্যের জন্য দেড় লাখ নগদ টাকা ও গোখাদ্যের জন্য দেড় লাখ টাকা বিতরণ করা হয়েছে। এ ছাড়া, আসন্ন ঈদকে সামনে রেখে, ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) প্রকল্পের আওতায় জেলার লক্ষাধিক ব্যক্তিকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।’
আজ সকালে পৌর এলাকার শিববাড়ি এলাকার বাসিন্দাদের কলা গাছের ভেলা বানিয়ে চলাচল করতে দেখা যায়। পানি বেড়ে যাওয়ায় নিচু এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে মাচা বানিয়ে বসবাস করছেন।
Comments