দিয়াবাড়িতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বন্দুকযুদ্ধে দুই মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। আজ শুক্রবার দুপুরে র্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, দিয়াবাড়ি এলাকা দিয়ে মাদকের চালান যাবে। সেই তথ্যের ভিত্তিতে রাতে আমরা চেকপোস্ট বসিয়েছিলাম। একটি গাড়িকে থামার সংকেত দেওয়া হয়। সে সময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে দুই জন আহত হয়। তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
‘নিহত ব্যক্তিরা চিহ্নিত মাদক চোরাকারবারি। তাদের বিরুদ্ধে ১৪টির বেশি মামলা আছে। তারা গাজীপুর এলাকায় বসবাস করেন। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, নয় রাউন্ড গুলি, তিন হাজার ৯০ পিস ইয়াবা ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে’— বলেন কামরুজ্জামান।
Comments