ম্যানইউ ছাড়তে চান রোমেরো!

ফাইল ছবি: এএফপি

সাম্প্রতিক সময়টা খুব বাজে কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান গোলরক্ষক দাভিদ দি গিয়ার। কিন্তু তারপরও তার উপর আস্থা হারাননি কোচ ওলে গানার সুলশার। আর ওই দিকে ধৈর্য হারিয়ে বসছেন দলের আরেক গোলরক্ষক সের্জিও রোমেরো। আগামী মৌসুমে নতুন ক্লাবে যোগ দিতে চান বলে ইউনাইটেডকে জানিয়েছেন তিনি। এমন সংবাদই প্রকাশ করেছেন ইংলিশ গণমাধ্যম মেট্রো।

ক্লাবের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে খেলতে হবে জেনেই ২০১৫ সালে ম্যানইউতে যোগ দিয়েছিলেন রোমেরো। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৯৬টি ম্যাচ খেলা এ গোলরক্ষক অন্য দলে যোগ দিলে প্রধান গোলরক্ষক হিসেবেই জায়গা পাবেন। কিন্তু ইউনাইটেডে মূল গোলরক্ষক হওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। সংবাদ অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দি গিয়ার একের পর এক ভুলের পরও তার উপর কোচের আস্থা দেখে হতাশ হয়ে পড়েছেন রোমেরো।

ইংলিশ লিগের ম্যাচে সে অর্থে সুযোগ না পেলেও কাবায়ারো কাপে রোমেরোকে নিয়মিত খেলিয়েছেন সুলশার। রোববার এফএ কাপের সেমি-ফাইনালে চেলসির বিপক্ষের ম্যাচে ছিলেন তিনি। কিন্তু দি গিয়ার সাম্প্রতিক ছন্দহীনতায় ওয়েম্বলিতে শেষ ম্যাচে খেলার প্রত্যাশা করেছিলেন রোমেরো। আর সে ম্যাচে সুযোগ না পেয়েও হতাশা জেঁকে ধরেছে এ আর্জেন্টাইনকে। চেলসির বিপক্ষে ১-৩ গোলের হারের সে ম্যাচে দুটি গোল ইউনাইটেডকে হজম করতে হয় দি গিয়ার ভুলেই।

রোমেরো বুঝে গিয়েছেন, দি গিয়া যতোই ভুল করুক না কেন ইউনাইটেডে প্রধান গোলরক্ষক হওয়ার পথটা সহজ নয়। ক্লাবটির সঙ্গে তার আরও ১২ মাসের চুক্তি রয়েছে। যদিও আরও এক বছর বেশি থাকতে হতে পারে তাকে। চুক্তির শর্ত অনুযায়ী মেয়াদ শেষের পরও রোমেরোকে চাইলে এক বছরের খণ্ডকালীন চুক্তি করতে পারবে ইউনাইটেড।

এদিকে, শেষ পর্যন্ত যদি দি গিয়াকে পরিবর্তন করতে হয় তাহলে তা জায়গায় শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলতে থাকা ডিন অ্যান্ডারসনকে ফিরিয়ে আনার গুঞ্জন রয়েছে। তবে দি গিয়া থাকা অবস্থায় ক্লাবটিতে ফিরতে রাজি নন এ ইংলিশম্যান। তবে শেষ পর্যন্ত তাকে ফেরালে রোমেরোকেই জায়গা ছাড়তে হতে পারে। তাই আগেভাগেই নতুন ক্লাব খুঁজতে চাইছেন এ আর্জেন্টাইন।

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

6h ago