করোনায় ঝিনাইদহ ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর শরিফুলের মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে ঝিনাইদহ ট্রাফিক পুলিশের টাউন সাব ইন্সপেক্টর শরিফুল ইসলাম (৫৫) মারা গেছেন।
আজ শুক্রবার ঝিনাইদহ কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের দায়িত্বে থাকা ডা. প্রসেনজিৎ পার্থ বিশ্বাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টাউন সাব ইন্সপেক্টর মো. শরিফুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে গত ৯ জুলাই ঝিনাইদহ কোভিড হাসপাতালে (শিশু হাসপাতাল) ভর্তি হন। আজ শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
মৃত শরিফুল ইসলামের গ্রামের বাড়ি মাগুরা জেলায়। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Comments