টঙ্গীতে পূর্ণ বেতন ও ছুটি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর মহানগরের টঙ্গীতে ঈদের ছুটি বৃদ্ধি ও জুলাই মাসের পূর্ণ বেতনের দাবিতে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।
আজ শনিবার সকালে টঙ্গীর সাতাইশ এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে তারা কারখানা এলাকায় সমবেত হয়। পরে সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে কমপক্ষে তিন কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। পুলিশ শ্রমিকদের অনুরোধ করে সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। প্রায় এক ঘণ্টা পর কাঁদানে গ্যাস ছুঁড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
বিক্ষোভকারীরা দাবি করেন, ঈদুল আজহা উপলক্ষে কারখানা কর্তৃপক্ষ ৮ দিনের ছুটি ও ১৫ দিনের বেতন-বোনাস দেওয়ার ঘোষণা দেন। অথচ মাস প্রায় শেষ হয়ে গেছে। গত কয়েকদিন যাবত তারা বোনাসসহ জুলাই মাসের পূর্ণ বেতন ও ১২ দিনের ছুটির দাবি করে আসছে। এর মধ্যে শনিবার কাজে যোগ দিতে দেখা যায় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশ দেখে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
শিল্প পুলিশের পরিদর্শক মো. রাজ্জাকুল হায়দার বলেন, ‘বিষয়টি নিয়ে আজ কারখানা কর্তৃপক্ষের বিজিএমইএর নেতাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই শ্রমিকরা বিক্ষোভ করে সড়ক অবরোধ করেন। পরে ১৫ থেকে ২০ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।’
এ ব্যাপারে ওই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Comments