করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। আজ শনিবার স্বাস্থ্য পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি।
শনিবার, এক টুইটে আরটি-পিসিআর পরীক্ষায় নিজের করোনা নেগেটিভ শনাক্তের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট বলসোনারো।
গত ৭ জুলাই তার প্রথমবারের মতো করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এরপর তিন বার স্বাস্থ্য পরীক্ষাও তার করোনা পজিটিভ আসে।
মহামারির ঝুঁকিকে খাটো করে অবৈজ্ঞানিক সব মন্তব্য করে আলোচিত-সমালোচিত ছিলেন প্রেসিডেন্ট জেইর বলসোনারো। একাধিকবার কোভিড-১৯ কে ‘সামান্য ফ্লু’ বলে মন্তব্য করেন তিনি।
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।
- RT-PCR para Sars-Cov 2: negativo.
- BOM DIA A TODOS. pic.twitter.com/CkdV59yGXP— Jair M. Bolsonaro (@jairbolsonaro) July 25, 2020
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৮৭ হাজারেরও বেশি। মারা গেছেন ৮৫ হাজার ২৩৮ জন।
Comments