চট্টগ্রামে অনুমোদনহীন একটি কারখানায় তৈরি হচ্ছে ৩০ ব্রান্ডের মৎস্য খাদ্য

চট্টগ্রামের চাক্তায় এলাকায় অনুমোদনহীন এক কারখানায় ৩০ ব্রান্ডের মৎস্য খাদ্য তৈরির প্রমাণ পাওয়ায় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেনে ভ্রাম্যমাণ আদালত।
ছবি: স্টার

চট্টগ্রামের চাক্তায় এলাকায় অনুমোদনহীন এক কারখানায় ৩০ ব্রান্ডের মৎস্য খাদ্য তৈরির প্রমাণ পাওয়ায় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেনে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কারখানার নাম সিএফসি ফিস ফুড হলেও কারখানার মালিক ৩০টি কোম্পানির নামে মৎস্য খাদ্য বাজারজাত করে আসছিল। এর মধ্যে রয়েছে, নাহার এগ্রো, নারিশ ফিশ, কোয়ালিটি ফিড, ক্যপ্সি বাংলা, মেগা ফিড, আর আর ফিড, মিট ক্যাটল ফিড, ফ্রেশ ফিডসহ নাম সর্বস্ব ৩০টির বেশি কোম্পানি। এসব বস্তায় তারা পণ্য সরবরাহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।’

ওমর ফারুক বলেন, ‘সিএফসি ফুড মৎস্য খাদ্য উৎপাদন করতে মৎস্য অধিদপ্তর থেকে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়নি। এছাড়াও মৎস্য খাদ্যের মান নিশ্চিত করতে ল্যাব টেস্টের প্রয়োজন হলেও কারখানায় তার প্রমাণ পাওয়া যায়নি।  অনুমোদন ছাড়া বিক্রি, লেভেলিং এবং মজুদ নিষিদ্ধ হওয়ায়  কারখানা সিলগালা করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

Comments