খুব দ্রুত ক্রিকেটে ফেরার আশাবাদ মিরাজের
গেল মার্চে মাঠে গড়িয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ। কিন্তু করোনাভাইরাসের কারণে প্রথম রাউন্ড শেষেই স্থগিত করা হয় প্রতিযোগিতাটি। এরপর থেকে বন্ধ হয়ে আছে দেশের ক্রিকেট। তবে একক অনুশীলনে ফেরা মেহেদী হাসান মিরাজের আশাবাদ, দ্রুতই সংকটময় পরিস্থিতি কাটিয়ে খেলায় ফিরবেন তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি নিয়ে গেল ১৯ জুলাই থেকে মাঠে গিয়ে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করতে পারছেন ক্রিকেটাররা। অনুশীলনের জন্য তাদেরকে নির্দিষ্ট সময়সূচিও বেঁধে দেওয়া হয়েছে। বোর্ডের নিয়মকানুন মেনে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নিজেকে প্রস্তুত করে তুলছেন মিরাজ। শনিবার বোর্ডের পাঠানো ভিডিও বার্তায় এই তারকা স্পিন অলরাউন্ডার জানালেন, ফিটনেস ধরে রাখতে কাজ করছেন তিনি।
‘লম্বা সময় পর এরকম সুযোগ পেয়েছি, মাঠে অনুশীলন করার। আমি মনে করি, বর্তমানে যে সংকটময় পরিস্থিতি চলছে, দ্রুতই আমরা তা কাটিয়ে উঠতে পারব।’
‘আমি বর্তমানে ফিটনেস নিয়ে কাজ করছি। কারণ, শেষ তিন মাসের মতো ঘরেই বসে ছিলাম। কোনোকিছু করতে পারিনি। এখন একটা ভালো সুযোগ হয়েছে। এজন্য চেষ্টা করছি যতটুকু সম্ভব নিজের ফিটনেস ধরে রাখার জন্য। রানিং (করছি)। জিম, মাঠ যতটুকু ব্যবহার করা যায়, করছি।’
‘আশা করি, খুব দ্রুত ক্রিকেটে ফিরব এবং খুব তাড়াতাড়ি খেলাধুলা শুরু হয়ে যাবে।’
Comments