সিরাজগঞ্জে ২৮,৪৯৯ হেক্টর জমির ফসল পানির নিচে, আমন নিয়েও শঙ্কা

Sirajganj_Flood.jpg
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে তৃতীয় দফার বন্যায় মোট ২৮ হাজার ৪৯৯ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পাট চাষিরা। নষ্ট হয়েছে পাট, সবজি, ধান, ডাল ও আখ।

আজ রোববার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জুন মাসের শুরুতে বন্যা পরিস্থিতি তৈরি হলে সিরাজগঞ্জের ১৯ হাজার ৯৬৫ হেক্টর ফসলি জমি তলিয়ে যায়। দ্বিতীয় দফার বন্যায় আরও নয় হাজার ১৩৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়।

বন্যা কবলিত ছয়টি উপজেলায় ছয় হাজার হেক্টর জমিতে এবার পাট চাষ হয়েছে। বেতিল চর গ্রামের কৃষক মো. আব্দুল হাই দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এই মাসের শুরুতে জমি থেকে পাট তোলার প্রস্তুতি নিচ্ছিলাম। সে সময় বন্যায় আমার দুই বিঘা জমির ফসল তলিয়ে গেছে। অধিকাংশ পাট এতদিনে পচে নষ্ট হয়ে গেছে।’

একই গ্রামের বাসিন্দা জরিমন বেগম তার বাড়ির সামনের জমিতে সবজি চাষ করেছিলেন। বন্যার পানিতে জমির সব সবজি নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘সারা বছর পরিবারের চাহিদা অনুযায়ী চাষ করি। এবার বন্যায় সব নষ্ট হয়ে গেছে।’

মো. হাবিবুল হক আরও বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে আমন মৌসুম শুরু হবে। বন্যার কারণে কৃষকরা প্রস্তুতি নিতে পারছেন না। ইতোমধ্যে ২৬৫ হেক্টর জামির বীজতলা নষ্ট হয়ে গেছে।’

Comments

The Daily Star  | English

ICT investigators submit report against Hasina, 2 others

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

1h ago