ভিএআরে একই ম্যাচে চারটি গোল বাতিল হলো সাসুওলোর
লিগ শিরোপা আগেই হাতছাড়া। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার তালিকায় থাকার সুযোগও হাতছাড়া। তবে উয়েফা ইউরোপা লিগে খেলার সুযোগটা রয়েছে নাপোলির। তাই সাসুওলোর বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ ছিল তাদের। শেষ পর্যন্ত জিতেও নিয়েছে তারা। তাতে ভালোভাবেই টিকে রয়েছে ইউরোপা কাপের খেলার আশা।
তবে ভাগ্যটা খুব ভালো বলেই এখনও টিকে আছে নাপোলি। কারণ আগের দিন যে দুর্ভাগ্য যেন ভর করেছিল সাসুওলোর উপর। ভিএআরে যাচাই করে এ ম্যাচে চার চারটি গোল বাতিল হয়েছে তাদের। তাই ম্যাচের ফলাফলের চেয়ে তাদের দুর্ভাগ্য নিয়েই আলোচনা চলছে বেশি।
শনিবার সিরি আয় সাসুওলোকে ২-০ গোলে হারিয়েছে নাপোলি। ম্যাচের অষ্টম মিনিটেই চলতি মৌসুমে নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে এলসেইদ হাইসাজ। এরপর চার বার সমতাসূচক গোল করে উদযাপন করেও করতে পারেনি সাসুওলো। ফিলিপ দিরিসিচই দুইবার জালে বল পাঠান, অন্য দুই বার ফ্রান্সিস্কো কাপুতো ও দোমেনিকো বেরার্দি।
৩২তম মিনিটে প্রথম গোল বাতিল হয় দিরিসিচের। পাঁচ মিনিট পর আবার বাতিল হয় তার গোল। রিপ্লেতে এবার দেখা যায় দেওয়া নেওয়ার সময় অফসাইড অবস্থানে ছিলেন হামেদ জুনিয়র ত্রাওরে। এরপর ৪৯তম মিনিটে কাপুতো ও ৬১তম মিনিটে বেরার্দিও বল জালে পাঠালেও সমতায় ফেরা হয়নি। ভিএআরে দেখা যায় অফসাইডে ছিলেন তারা।
এ জয়ে ইউরোপা লিগের পথে টিকে রইল নাপোলি। ৩৬ ম্যাচে ৫৯ পয়েন্ট তাদের। তালিকার সাত নম্বরে আছে তারা। পাঁচ নম্বরে থাকা এএস রোমার চেয়ে ২ পয়েন্ট কম তাদের। ছয়ে থাকা মিলানের সঙ্গে ব্যবধান মাত্র ১ পয়েন্ট। রোমা অবশ্য ম্যাচ কম খেলেছে একটি। তাই অন্তত ইউরোপা কাপের প্লে অফে অফে জায়গা নিতে শেষ দুই ম্যাচেই তাকিয়ে থাকতে হচ্ছে তাদের।
Comments