মানিকগঞ্জে বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার উপরে যমুনার পানি

মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি ১১ সেন্টিমিটার বেড়ে তা বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ রোববার মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মো. ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজ সন্ধ্যা ছয়টা থেকে মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এ কারণে পদ্মাসহ জেলার অভ্যন্তরীণ নদী- কালিগঙ্গা, ধলেশ্বরী ও ইছামতির পানি বাড়ছে। তৃতীয় দফায় অব্যাহত পানি বাড়ার ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫ লাখ মানুষ।’
Comments