রিজেন্ট হাসপাতালে প্রতারিত রোগীদের অর্থ ফেরতের জন্য হাইকোর্টে রিট

রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষা ও চিকিৎসা করতে গিয়ে প্রতারণার শিকার রোগীদের কাছ থেকে আদায় করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
Regent Hospital
ছবি: সংগৃহীত

রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষা ও চিকিৎসা করতে গিয়ে প্রতারণার শিকার রোগীদের কাছ থেকে আদায় করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

আজ চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন (সিসিবিএফ) ইমেইলের মাধ্যমে এই রিট দায়ের করে।

রিট আবেদনে চিকিৎসা ও টেস্টের নামে নেওয়া অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি রিজেন্ট হাসপাতালে ক্ষতিগ্রস্ত প্রত্যেক রোগীকে অন্তর্বর্তীকালীন ২৫ হাজার টাকা প্রদানের জন্য নির্দেশনা চাওয়া হয়।

এছাড়াও রিটে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজিএইচএস) এবং রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে হাসপাতাল থেকে ভুয়া রিপোর্ট পাওয়া ব্যক্তিদের একটি তালিকা তৈরি এবং কোভিড-১৯ পরীক্ষা করার বৈধ লাইসেন্স আছে এমন সব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের একটি তালিকা প্রকাশ করতে আদালতের নির্দেশনা চাওয়া হয়।

সেই সঙ্গে করোনা রোগীদের পরীক্ষা ও চিকিত্সা নিয়ে উপজেলা পর্যায়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম মনিটরিংয়ের জন্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আদালতের নির্দেশনা চাওয়া হয়।

সংস্থাটির পরিচালক অ্যাডভোকেট ইশরাত হাসানের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম হাইকোর্টে এ রিট দায়ের করেন।

অ্যাডভোকেট ইশরাত হাসান দ্য ডেইলি স্টারকে জানান, হাইকোর্টে এই সপ্তাহে যেকোনো দিন এই রিটের ভার্চুয়াল শুনানি হতে পারে।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

4h ago