বিদেশি উপহারের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৩ বাংলাদেশি আটক

বিদেশে থেকে উপহার আসার মিথ্যা তথ্য দিয়ে শুল্ক পরিশোধের নামে মানুষের কাছ থেকে অর্থ আদায়ে নাইজেরিয়ান চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন বাংলাদেশিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ছবি: সংগৃহীত

বিদেশে থেকে উপহার আসার মিথ্যা তথ্য দিয়ে শুল্ক পরিশোধের নামে মানুষের কাছ থেকে অর্থ আদায়ে নাইজেরিয়ান চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন বাংলাদেশিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ রোববার সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও সেগুনবাগিচা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কায়েস হোসেন (৩২), তার স্ত্রী শাহিদা খাতুন (২৫) এবং সুজন মাঝি (২৮)।

সিআইডির এই কর্মকর্তা জানান, এই তিন জন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ‘ব্যাংক অ্যাকাউন্টধারীদের’ তথ্য সংগ্রহ করতো। এ ছাড়াও, তারা বিভিন্ন নামে অ্যাকাউন্ট খুলে নাইজেরিয়ানদের সরবরাহ করত।

কায়েসের নামে এ জাতীয় ১৫টি অ্যাকাউন্ট এবং অন্য নামে আরও ৩৩টি অ্যাকাউন্ট পেয়েছে সিআইডি।

রেজাউল মাসুদ বলেন, ‘আটককৃতরা ২০১৮ সাল থেকে নাইজেরিয়ান চক্রেরে সঙ্গে জড়িত।’

আরও পড়ুন:

দামি উপহারের লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার দায়ে ৩ বিদেশি প্রতারক গ্রেপ্তার

Comments