গাইবান্ধায় স্কুল শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেণির স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রবিবার রাতে উপজেলার মহিমাগঞ্জ এলাকার অপ্রাপ্তবয়স্ক দুজন ছেলে-মেয়ে বাড়ি থেকে পালায়। রাত ১২টা ৩০ মিনিটের দিকে তারা নাওভাঙ্গা গ্রামের কাছে এলে অভিযুক্ত এনামুল হক (৩০), রেজাউল (৩২), মো. ধলু (২৭), মো. সুমন মিয়া (২৩), মো. সাদ্দাম ওরফে সুজন কাজী (২৮) তাদের পথ রোধ করে। তাদের বিয়ে দেওয়া হবে বলে একটি বাড়িতে নিয়ে সেখানে মেয়েটিকে ধর্ষণ করে।
ওসি জানান, রাত সোয়া ৩টার দিকে মেয়েটি থানায় এসে এ ঘটনা জানায়। পরে, পুলিশের একটি দল ওই গ্রামে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ স্কুলশিক্ষার্থীর সঙ্গে থাকা ছেলেটিকেও আটক করেছে।
মেহেদী হাসান বলেন, ‘মেয়েটি আজ থানায় ছয় জনকে আসামি করে ধর্ষণ মামলা করেছে।’
Comments