হ্যান্ড স্যানিটাইজারের আগুনে দগ্ধ বিএসএমএমইউ’র সেই চিকিৎসকের মৃত্যু

couple_brunt-1.jpg
বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হন চিকিৎসক দম্পতি ডা. রাজিব ভট্টাচার্য ও ডা. অনূসূয়া ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরপুলে বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে সৃষ্ট আগুনে চিকিৎসক দম্পতি দগ্ধের ঘটনায় ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) মারা গেছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. রাজিব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজিবের শ্বাসনালীসহ শরীরের ৮৭ শতাংশ দগ্ধ ছিল। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার স্ত্রী ২০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। বাসার ভেতর হ্যান্ড স্যানিটাইজারের আগুনে এ ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।’

স্বজনরা জানান, রাজিবের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইস্টগ্রামে। একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্যকে (৫) নিয়ে হাতিরপুল ইস্টার্ন প্লাজার পিছনের একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন তিনি। তার বাবার নাম লক্ষণ ভট্টাচার্য। ডা. রাজিব ভট্টাচার্য বিএসএমএমইউ-তে নিউরোসার্জারি বিভাগে পোষ্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেছিলেন। তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২) শ্যামলীর সেন্ট্রাল মেডিকেল চক্ষু বিভাগের রেজিস্ট্রার।

ডা. রাজিবের বন্ধু ডা. সুদীপ দে জানান, গত ২১ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে বাসায় রাজিব একটি বড় বোতল থেকে হ্যান্ড স্যানিটাইজার ছোট বোতলে ঢালছিলেন। তখন বোতল থেকে স্যানিটাইজার পড়ে গেলে সিগারেট বা কয়েলের আগুনের সংস্পর্শে তার শরীরে আগুন ধরে যায়। এ ঘটনা দেখে তার স্ত্রী সম্ভবত তাকে বাঁচাতে গিয়ে নিজেও দগ্ধ হন। পরে তাদের চিৎকারে আশপাশের বাসিন্দারা তাদেরকে রাতেই উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago