ধামরাইয়ে আটক আনসার আল ইসলামের ৫ ‘জঙ্গি’র বিরুদ্ধে মামলা
ঢাকার ধামরাইয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সন্দেহে পাঁচ জনকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল সোমবার রাতে র্যাব-৪ এর উপপরিদর্শক মাসুদ বাদী হয়ে আটক পাঁচ জনকে আসামি করে ধামরাই থানায় মামলা দায়ের করেছেন বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন র্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী।
আটককৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের মো. মিজানুর রহমান পলাশ (৩৫), মো. দুরুল হুদা (৪৪), মো. আব্দুর রশিদ (২১), মো. রাসেল (৩৭) ও মো. আব্দুল হাই (৪০)।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা ঢাকার সাভার ও ধামরাই এলাকার ‘সাথি-বন্ধু’দের সঙ্গে দেখা সাক্ষাৎ ও বৈঠক করার জন্য ধুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় মিলিত হওয়ার চেষ্টা করছিল।
সন্দেহভাজন এই জঙ্গিদের সম্পর্কে র্যাবের দাবি, তারা তাদের সদস্যদের কাছ থেকে ইয়ানত (তহবিল) সংগ্রহ করতেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘মামলা দায়েরের পর র্যাব আসামিদের থানায় হস্তান্তর করেছে।’
আরও পড়ুন: ধামরাইয়ে আনসার আল ইসলামের ৫ ‘জঙ্গি’ আটক
Comments