করোনা ঠেকাতে পশ্চিমবঙ্গে আবারও লকডাউন ঘোষণা

করোনা সংক্রমণের মুখে ভারতের পশ্চিমবঙ্গে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত সপ্তাহের নির্দিষ্ট কয়েকটি দিনে সম্পূর্ণ লকডাউন চলবে প্রতিবেশি রাজ্যটিতে।
ছবি সৌজন্য: এনডিটিভি

করোনা সংক্রমণের মুখে ভারতের পশ্চিমবঙ্গে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত সপ্তাহের নির্দিষ্ট কয়েকটি দিনে সম্পূর্ণ লকডাউন চলবে প্রতিবেশি রাজ্যটিতে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতি সপ্তাহে শনি ও রবিবার ‘কমপ্লিট লকডাউন’ চলবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠানের জন্য লকডাউনের বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানান তিনি। আগামী শনিবার ঈদ উপলক্ষে লকডাউন থাকবে না। এর পরিবর্তে চলতি সপ্তাহে বুধবার লকডাউন চলবে।

এ ছাড়াও আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিনটিও শনিবার পড়ায় ওই দিনও লকডাউন শিথিল থাকবে বলে জানা গেছে।

ঘোষণা অনুযায়ী, ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ আগস্ট পশ্চিমবঙ্গ সম্পূর্ণ লকডাউনে থাকবে।

Comments