মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১২ বছরের কারাদণ্ড
মাল্টি-মিলিয়ন ডলার দুর্নীতির সাতটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটিতে প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করেন নাজিব।
ক্ষমতার অপব্যবহারের দায়ে তাকে ১২ বছরের কারাদণ্ড এবং অর্থপাচার ও বিশ্বাসভঙ্গের ছয়টি অভিযোগের প্রত্যেকটিতে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মালয়েশিয়ার আইন অনুযায়ী সবগুলো সাজা একসাথে কার্যকর হয় বলে তাকে সর্বোচ্চ ১২ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
আপিল না করা পর্যন্ত নাজিব কারাগারের বাইরে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, শুনানির আগে এক ফেসবুক পোস্টে শেষ পর্যন্ত লড়াই করার কথা জানান তিনি।
বিবিসি জানায়, বিশ্বাসভঙ্গ, অর্থপাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মোহাম্মদ নাজলান মোহাম্মদ গাজালি আদালতে বলেন, ‘এ মামলার সব তথ্যপ্রমাণ বিচার করে দেখা গেছে, প্রসিকিউশন তাদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।’
নাজিবের বিরুদ্ধে এই মামলাটিকে মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী প্রচেষ্টার কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির এ মামলা বিশ্বব্যাপী প্রতারণা ও দুর্নীতির জাল উন্মোচন করে।
Comments