মুগদায় নৌকা ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর মুগদা এলাকায় ঝিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে মুগদা এলাকার মান্দা কদমআলী ঝিলপাড়ে এ ঘটনা ঘটে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘জানতে পেরেছি, আজ বিকেলে ওই এলাকার পাঁচ শিক্ষার্থী কদমআলী ঝিলপাড়ে নৌকায় ঘুরতে গিয়েছিল। এক পর্যায়ে নৌকা ডুবে গেলে তিন জন সাঁতরে পাড়ে চলে আসলেও, দুজন পানিতে তলিয়ে যায়।’
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই দুজনের মরদেহ ঝিল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে বলে তিনি জানান।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার বলেন, ‘আমাদের ডুবুরীর সহায়তায় নাঈমা সুলতানা (১৮) ও মৃদুল হাসান রাব্বি (১৮) কে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি।’
Comments