শীর্ষ খবর

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

কক্সবাজারের রামুর জোয়ারিয়া নালা বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় কক্সবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শফিউল আলমসহ (৫৫) দুই জন নিহত হয়েছেন।
Road Accident
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের রামুর জোয়ারিয়া নালা বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় কক্সবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শফিউল আলমসহ (৫৫) দুই জন নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৬টার দিকে বাজার সংলগ্ন সেতুর উত্তর পাশে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেন।

নিহত অপরজন হলেন মাহাবুব মোর্শেদ আমিন সিকদার (৫৬)। তিনি একই ইউনিয়নের সিকদার পাড়ার বাসিন্দা।

এ ছাড়া, এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন জোয়ারিয়া নালা এইচ এম সাঁচী উচ্চ বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক বোরহান উদ্দীন (৫৫)। বর্তমানে তিনি কক্সবাজারর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ বলেন, ‘প্রতিদিনের মতো তারা সকালে হাঁটতে বের হলে এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর পরই পিকআপ ভ্যানের চালক পালিয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই তিন জন ভোরে হাঁটার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি মাছ বোঝাই পিকআপ ভ‍্যান  তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মাহবুব সিকদার। গুরুতর আহত অবস্থায় শফিউল আলম ও  বোরহান উদ্দীনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব‍্যরত চিকিৎসক শফিউল আলমকে মৃত ঘোষণা করেন।

রামু থানার  উপ পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিকআপ ভ‍্যানটি জব্দ করেন।

রামু থানার ওসি মো. আবুল খায়ের বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পিকআপ ভ্যানের মালিক ও চালককে চিহ্নিত করার জন্য তদন্ত করছে পুলিশ। অধ্যাপক শফিউল আলমের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।’

 

Comments

The Daily Star  | English

US vetoes Security Council demand for Gaza ceasefire

13 Security Council members voted in favor of a brief draft resolution, put forward by the UAE, while Britain abstained

2h ago