ব্রডকে কুর্নিশ ওভারে ছয় ছক্কা মারা যুবরাজের

ছবি: টুইটার

তখন সবে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। আর ভারতের যুবরাজ সিং ওই সময়টায় বিশ্ব ক্রিকেটের বড় নাম। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আগ্রাসী যুবরাজের সামনে পড়েছিলেন নবীন ব্রড। যুবরাজের হাতে খেতে হয়েছে ওভারে ছয় ছক্কা! এরপর থেকে ব্রডের নাম এলেই উঠে যুবরাজের কথা। সেই ঘটনার এক যুগ পর টেস্টে ৫০০ উইকেট নিয়ে ব্রড উঠেছেন অন্যরকম উচ্চতায়। এই অর্জনের পর ইংলিশ পেসারকে কুর্নিশ জানিয়েছেন ওভারে ছয় ছক্কা মারা যুবরাজ।

২০০৭ সালের সেই ম্যাচে মাত্র ১২ বলে ফিফটি পেরিয়েছিলেন যুবরাজ। টি-টোয়েন্টির দ্রুততম ফিফটির রেকর্ড হয়ে টিকে আছে যা। সেই ফিফটির পথে ব্রডের এক ওভারের সবগুলো বলেই ছক্কা মেরে দেন বাঁহাতি যুবরাজ। হতাশায় মুশড়ে পড়েছিলেন তখনকার তরুণ।

সেই বিপর্যস্ত সময় বহুদূর পেছনে ফেলে ব্রড কেবল এগিয়েই চলেছেন। সীমিত পরিসরের ক্রিকেট বাদ দিয়ে পুরো মনোযোগ দিয়েছেন টেস্টে। নিজের ১৪০তম টেস্টে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্র্যাথওয়েটকে আউট করার মধ্য দিয়ে সপ্তম বোলার হিসেবে স্পর্শ করেন টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক।

বুধবার নিজের স্বীকৃত টুইটার পাতায় যুবরাজ তার সব ভক্তকে ব্রডকে অভিবাদন জানানর ব্রডকে অনুরোধ করেন, নিজে কুর্নিশ জানান এই পেসারের প্রতি, ‘আমি নিশ্চিত যখনই আমি ব্রডকে নিয়ে কিছু লিখতে যাই, মানুষ ছয় ছক্কার সঙ্গে জড়ানোর চেষ্টা করে। আজ আমি আমার সব ভক্তদের অনুরোধ করব, এই অর্জনের জন্য ব্রডকে অভিবাদন জানান। টেস্টে ৫০০ উইকেট কোন তামশার ব্যাপার না। এর জন্য কঠোর পরিশ্রম, নিবেদন আর একাগ্রতা দরকার। ব্রড তুমি কিংবদন্তি! কুর্নিশ জানাই!’

ম্যানচেস্টারে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ১০ উইকেট নিয়ে দলকে জেতান ব্রড, স্পর্শ করেন পাঁচশো উইকেট। ৩৪ পেরুনো এই পেসার এখনো স্কিলে শান ধরিয়ে আরও কয়েক বছর খেলার বার্তাও দিয়ে রেখেছেন। 

 

Comments

The Daily Star  | English

ICT investigators submit 'genocide' case report against Hasina, ex-ministers

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

13m ago