পঞ্চগড়ের জেলা প্রশাসকসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত
পঞ্চগড়ে নতুন করে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল রাতে পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, ‘সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের একজন কর্মচারীর করোনা শনাক্ত হওয়ায় গত সোমবার জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের নমুনা সংগ্রহ করা হয়। পরে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।’
‘করোনা শনাক্ত হলেও তার শরীরে তেমন কোনো উপসর্গ নেই এবং শারীরিক অবস্থা ভালো। তিনি নিজ বাসভবনে থেকেই চিকিৎসা নিচ্ছেন,’ বলেন সিভিল সার্জন ।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০২ জনে দাঁড়ালো। এর মধ্যে ছয় জন মারা গেছেন এবং ১৬৫ জন সুস্থ হয়েছেন ।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন মুঠোফোনে তার করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
Comments