পাহাড়ে আনারসের চিপস

আনারস চাষের জন্য রাঙামাটির নানিয়ারচর উপজেলা বিখ্যাত। সেখানকার পাহাড়ে চাষ হয় নানা জাতের আনারস। এর মধ্যে রয়েছে বিখ্যাত হানিকুইন জাত। এ আনারস দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও সুস্বাদু।

আনারস চাষের জন্য রাঙামাটির নানিয়ারচর উপজেলা বিখ্যাত। সেখানকার পাহাড়ে চাষ হয় নানা জাতের আনারস। এর মধ্যে রয়েছে বিখ্যাত হানিকুইন জাত। এ আনারস দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও সুস্বাদু।

এবার এ আনারস থেকে পরীক্ষামূলকভাবে তৈরি হচ্ছে চিপস।

বিস্তারিত দেখুন ভিডিওতে।

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

5m ago