১৭ বছর পর কমানো হলো ব্যাংক রেট
বাজারে অর্থের যোগান বাড়াতে বাংলাদেশ ব্যাংক ১৭ বছর পর ব্যাংক রেট ১ শতাংশ কমিয়ে ৪ শতাংশ করলো। উদ্দেশ্য বাজারে টাকার যোগান বাড়িয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো।
আজ তাদের ওয়েবসাইটে চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে।
২০০৩ সালের পর থেকে ব্যাংক রেট ৫ শতাংশ ছিল। বিভিন্ন পলিসি রেট কমানো হলেও ব্যাংক রেট অপরিবর্তিত ছিল এই দীর্ঘসময়। ব্যাংক রেট হলো ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে পুনঅর্থায়ন সুবিধা নিয়ে গ্রাহকদের ঋণ সুবিধা দেয় তার সুদের হার।
সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে তার একটি বড় অংশ ব্যাংকগুলো পুনঅর্থায়ন সুবিধার মাধ্যমে বাস্তবায়ন করবে।
একই সাথে রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে। রেপো রেট হলো ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে যে ঋণ করে তার সুদের হার।
মুদ্রানীতিকে বাংলাদেশ ব্যাংক সম্প্রসারণমূলক ও সমর্থনমূলক হিসেবে আখ্যায়িত করেছে। বলা হয়েছে, এতে মুদ্রাস্ফীতি সহনীয় রেখে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করা যাবে।
Comments