পলিথিন কারখানায় অভিযান, সিলগালা-জরিমানা

সিলেট সদর উপজেলার খাদিম নগরে এবিসি প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

অবৈধভাবে পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণের অভিযোগে সিলেটে একটি কারখানা ও গোডাউনে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। সেই সঙ্গে কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নে এবিসি প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের কারখানা ও গুদামে এ অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

তিনি জানান, পরিবেশ অধিদপ্তর, সিলেট এর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাতককরণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ আওতায় কারখানা মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কারখানা ও গোডাউন থেকে প্রায় ১০ টন পলিথিন উৎপাদনের কাঁচামাল, প্রায় ১ টন পলিথিনের রোল এবং প্রায় দেড় টন পলিথিন জব্দ করা হয়েছে। পরে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ওবাইন রাখাইন এবং পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আলমগীর।

উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আলোকে ২০০২ সালে বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ করা হয়।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago