করোনা ভ্যাকসিন: বানরের ওপর পরীক্ষায় সাফল্যের দাবি মডার্নার
মার্কিন কোম্পানি মডার্নার তৈরি করোনা ভ্যাকসিন বানরের ওপর পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য পাওয়া গেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
বানরের দেহে ভ্যাকসিনটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে ও সংক্রমণ ঠেকাতে সফল হয়েছে বলে দাবি করেছে মডার্না।
রয়টার্স জানায় মঙ্গলবার, এক সংবাদ বিজ্ঞপ্তিতে মডার্নার পক্ষ থেকে জানানো হয়, মানুষ ছাড়া অন্যান্য প্রাইমেট বর্গীয় প্রাণির ওপর এমআরএনএ-১২৭৩ নামের এই ভ্যাকসিনটি পরীক্ষা করা হয়েছে। দেখা গেছে, ফুসফুস ও নাকের সংক্রমণ থেকে এটি তাদের রক্ষা করছে।
রিসাস মাকাক প্রজাতির বানরের ওপর ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের এই ফল প্রকাশ করেছে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন।
এদিকে এরই মধ্যে মডার্না মানবদেহে এই ভ্যাকসিনের পরীক্ষা চালাবে বলে জানিয়েছে।
গত সোমবার, ৩০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর ভ্যাকসিনটির তৃতীয় ধাপের চূড়ান্ত পরীক্ষা শুরুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এই বছরের শেষ নাগাদ ভ্যাকসিনটি ব্যবহার উপযোগী হতে পারে বলে আশা করছে মডার্না।
‘অপারেশন র্যাপ স্পিড প্রোগ্রাম’ এর আওতায় বেশ কয়েকটি সম্ভাব্য ভ্যাকসিন তৈরিতে অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের কাছ থেকে ভ্যাকসিন তৈরির প্রচেষ্টার জন্য মডার্না প্রায় ১ বিলিয়ন ডলার পেয়েছে।
Comments