ক্যালিয়ারির মাঠে হেরেই গেল চ্যাম্পিয়ন জুভেন্টাস
ইতালিয়ান সিরি আতে টানা নবম শিরোপা নিশ্চিত করার পরের ম্যাচেই তিক্ত স্বাদ পেল জুভেন্টাস। মধ্যম সারির দল ক্যালিয়ারির মাঠে আক্রমণের বন্যা বইয়ে দিয়েও হারল মাউরিজিও সারির শিষ্যরা।
বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে অপ্রত্যাশিতভাবে ২-০ ব্যবধানে হেরে গেছে জুভেন্টাস। দুটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। মৌসুমের আগের দেখায় গেল জানুয়ারিতে ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ক্যালিয়ারিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল তুরিনের বুড়িরা।
করোনাভাইরাসের অনাকাঙ্ক্ষিত বিরতির পর ফের চালু হওয়া লিগে ধারাবাহিকতার অভাবে ভুগছে জুভরা। আসরের সবশেষ সাত ম্যাচের মাত্র দুটিতে জিতেছে তারা। হেরেছে তিনটিতে, ড্র করেছে বাকি দুটি।
গোছানো আক্রমণে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় ক্যালিয়ারি। ফেদেরিকো মাত্তিয়েল্লোর কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন লুকা গ্যালিয়ানো।
বিরতির কিছুক্ষণ আগে ব্যবধান দ্বিগুণ করেন জিওভান্নি সিমিওনে। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের কোণাকুণি শটে নিশানা ভেদ করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
বিরতির আগে-পরে মিলিয়ে মোট ২৫টি সুযোগ সৃষ্টি করেও ক্যালিয়ারির জালে বল পাঠাতে পারেনি অতিথিরা। ক্রিস্তিয়ানো রোনালদো-গঞ্জালো হিগুয়াইন-ফেদেরিকো বার্নারদেস্কিরা শট নেন ৩৪টি, যার দশটিই ছিল লক্ষ্যে।
জুভেন্টাসের আক্রমণভাগের তারকাদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন স্বাগতিক গোলরক্ষক অ্যালেসসিও ক্রানিও। মোট দশটি সেভ করেন তিনি।
৩৭ রাউন্ড শেষে ২৬ জয় ও পাঁচ ড্রয়ে জুভেন্টাসের সংগ্রহ ৮৩ পয়েন্ট। ইন্টার মিলান ৭৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ১ পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছে আতালান্তা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় লাৎসিওর অবস্থান চতুর্থ।
Comments