সন্দেহভাজন অপরাধী হিসেবে হংকংয়ে চার শিক্ষার্থী আটক

হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন কার্যকরের এক মাস পরেই সন্দেহভাজন অপরাধী হিসেবে চার শিক্ষার্থীকে আটক করেছে হংকং পুলিশ। এর মধ্যে ১৬ বছরের একজন শিক্ষার্থীও আছেন।
ছবি: রয়টার্স

হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন কার্যকরের এক মাস পরেই সন্দেহভাজন অপরাধী হিসেবে চার শিক্ষার্থীকে আটক করেছে হংকং পুলিশ। এর মধ্যে ১৬ বছরের একজন শিক্ষার্থীও আছেন।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে পুলিশের মুখপাত্র জানান, একটি অনলাইন গ্রুপে জড়িত থাকার সন্দেহ চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ওই গ্রুপটি স্বতন্ত্র হংকংয়ের পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে।

হংকংয়ের জাতীয় নিরাপত্তা বিভাগের পুলিশ সুপার লি কওয়াই-ওয়াহ বলেন, ‘আটককৃতরা হংকংয়ের স্বাধীনতাপন্থী অন্যান্য গ্রুপকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিল।’

আটকৃতদের একজন সাবেক নেতা টনি চুং (১৯)। তিনি হংকংয়ের স্বাধীনতার পক্ষে থাকা একটি দলের সঙ্গে জড়িত ছিলেন।

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station to reopen tomorrow

Mohammad Abdur Rouf, managing director of Dhaka Mass Transit Company Ltd, revealed the information in a press conference

1h ago