রিলায়েন্সের বাংলাদেশের বিদ্যুৎ প্রকল্পে এডিবির ২০ কোটি ডলারের ঋণ

বাংলাদেশে ৭১৮ মেগাওয়াট গ্যাস-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড (আরবিএলপিএল) এর সঙ্গে ২০ কোটি ডলারের চুক্তি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বাংলাদেশে ৭১৮ মেগাওয়াট গ্যাস-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড (আরবিএলপিএল) এর সঙ্গে ২০ কোটি ডলারের চুক্তি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। 

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, এডিবি'র দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার পরিচালক (ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স) শান্তনু চক্রবর্তী ও আরবিএলপিএল এর প্রধান নির্বাহী চুক্তি সই করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি দূর করতে এবং এ খাতে আরও বেসরকারি বিনিয়োগ করতে সহায়ক হবে।

এ প্রকল্পে এডিবি ১০ কোটি ডলার দেবে এবং লিডিং এশিয়াজ প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (এলইএপি) থেকে আরও ১০ কোটি ডলার আসবে যা এডিবি পরিচালিত করবে, বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ প্রকল্পে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনসহ আরও চারটি বাণিজ্যিক ব্যাংকও অর্থায়ন করবে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিপ্পন এক্সপোর্ট এন্ড ইনভেস্টমেন্ট ইনস্যুরেন্স বিমা সুবিধা দেবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রকল্পটি সম্পর্কে এডিবি'র পরিচালক শান্তনু চক্রবর্তী বলেন, 'প্রকল্পটি যথেষ্ট জ্বালানি-সাশ্রয়ী হবে যা বাংলাদেশের বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে বিস্তর ফারাক দূর করতে সাহায্য করবে। এটা বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।'

আরবিএলপিএল প্রধান নির্বাহী রঞ্জন লোহার বলেন, 'বাংলাদেশের এই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য এডিবিসহ আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংকগুলো থেকে সহযোগিতার সুযোগ পেলো আরবিএলপিএল। এ প্রকল্পের মাধ্যমে দেশটির শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরবিএলপিএল অবদান রাখবে।'

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

9h ago