বাড্ডায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডা থানাধীন পদদিয়া এলাকায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ভোররাত দেড়টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন গার্মেন্টস কর্মী রফিকুল ইসলাম বাপ্পী (২২) ও গৃহিনী জান্নাতুল বেগম (১৯)।
বাড্ডা থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্ত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় এবং স্বামীর মরদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়েছে। এক বছর আগে তাদের বিয়ে হয়। শুনেছি, তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল।’
ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
Comments