কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বন্যার পানিতে ডুবে বায়েজিদ ইসলম নাম ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে ২টার দিকে উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের ডাক্তার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর-রশীদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বায়েজিদ ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরে খেলতে খেলতে বায়েজিদ বাড়িতে পাশের গর্তে জমে থাকা বন্যার পানিতে ডুবে যায়। অনেক খোঁজার পরে মরদেহ পাওয়া যায়।
গত পাঁচ সপ্তাহে কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে ২৪ শিশুসহ ২৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান। তিনি বলেন, পরিবারের অসাবধানতার কারণে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার বাড়ছে।
Comments