কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিলেটে ব্যস্ত পরিচ্ছন্নতা কর্মীরা

Sylhet_City_Corporation.jpg
বর্জ্য অপসারণ ও জীবাণুমুক্তকরণে কাজ করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। ছবিটি আজ দুপুরে নগরীর তেলিহাওর এলাকা থেকে তোলা। ছবি: সংগৃহীত

পূর্ব ঘোষণা অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে কাজ করছেন ১২০০ পরিচ্ছন্নতা কর্মী। আজ শনিবার রাতে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ইতোমধ্যে ৭০ শতাংশ বর্জ্য সরিয়ে নেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই নগরীর পরিচ্ছন্নতার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

কোরবানির জন্য সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ৩০টি স্থান নির্ধারিত থাকলেও, অনেকেই বাসা-বাড়ির সামনে এবং রাস্তায় কোরবানি দিয়েছেন।

সিসিক-এর কনজারভেন্সি অফিসার হানিফুর রহমান বলেন, ‘বর্জ্য অপসারণে নগরীকে তিনটি জোনে ভাগ করে কাজ করা হয়েছে। পরিচ্ছন্নতা কাজ পরিদর্শনে তিনটি মনিটরিং টিম কাজ করছে। বর্জ্য অপসারণের পাশাপাশি জীবাণুমুক্ত করতে নগর জুড়ে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। সম্পূর্ণ কাজ তদারকি করছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিদর্শনও করেছেন।’

Comments

The Daily Star  | English
Iran state TV live broadcast resumes after Israeli attack

Iran state TV resumes live broadcast after Israeli attack

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago