হাওরে ঘুরতে গিয়ে নৌকাডুবি, ২ শিশুর মৃত্যু
ঈদ উপলক্ষে হাওরে ঘুরতে গিয়ে গজারিয়া বিলে নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
মৃত পপি আক্তার (১০) ও মনি আক্তার (১০) উপজেলার সদর ইউনিয়নের তিমিরপুর গ্রামের বাসিন্দা ছিল।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঈদ উপলক্ষে তিমিরপুর গ্রামের পাঁচ শিশু পাশের মান্দারকান্দি গ্রামে তাদের আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশে নৌকায় রওয়ানা দেয়। গজারিয়া বিলে যাওয়ার পর নৌকাটি ডুবে যায়।’
তিনি আরও বলেন, ‘তিন জন সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও, পপি আক্তার ও মনি আক্তার পানিতে ডুবে মারা যায়।’
Comments