কক্সবাজারে পুলিশের গুলিতে ‘সাবেক সেনা কর্মকর্তা’ নিহতের ঘটনা

তদন্তের আগে কিছু বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে পুলিশের গুলিতে ‘সাবেক সেনা কর্মকর্তা’ নিহতের ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল `তদন্তের আগে কিছু বলা ঠিক হবে না’ বলে মন্তব্য করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

কক্সবাজারে পুলিশের গুলিতে ‘সাবেক সেনা কর্মকর্তা’ নিহতের ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল `তদন্তের আগে কিছু বলা ঠিক হবে না’ বলে মন্তব্য করেছেন।

আজ রোববার ধানমন্ডিতে নিজ বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কক্সবাজার জেলার টেকনাফে একটা ঘটনা ঘটেছে। আমরা যেহেতু তদন্ত কমিটি গঠন করেছি এবং তাদের ওপর দায়িত্ব ন্যস্ত হয়েছে, কাজেই তাদের তদন্তের আগে কিছু বলা ঠিক হবে না।’

‘আমরা যদি এখন কিছু একটা বলি তাহলে তদন্ত কমিটি প্রভাবিত হতে পারে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একটা নিরপেক্ষ তদন্তের জন্যে জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, পুলিশের একজন প্রতিনিধি ও সামরিক বাহিনীর একজন প্রতিনিধি নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

প্রধানমন্ত্রী তদন্ত করে বিষয়টি সুরাহা করার নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

‘আমরা সময় নির্ধারণ করে দিয়েছি। তারা তদন্ত প্রতিবেদন জমা দিলেই আমরা বিষয়টি আপনাদের বলতে পারবো’ যোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী।

‘ঘটনা বা দুর্ঘটনা যাই হোক একটা কিছু ঘটেছে। এটার জন্যে যা যা করার তা করা হচ্ছে। তদন্তের পর আমরা সব কিছু খোলাসা করে বলতে পারবো।’

তার মতে, ‘অভিযুক্ত ব্যক্তি কতোটা ভুল করেছে তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে।’

গত শুক্রবার টেকনাফ উপজেলায় পুলিশের গুলিতে ‘সেনা বাহিনীর এক সাবেক কর্মকর্তা’ নিহত হন।

Comments