নমুনা না দিয়েই পেলেন কোভিড-১৯ নেগেটিভ রিপোর্টের এসএমএস

coronavirus
প্রতীকী ছবি। সংগৃহীত

নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার জন্য নমুনা না দিয়েও, দুই জনের মোবাইলে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্টের এসএমএস এসেছে।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ঢাকা থেকে এই এসএমএস পাঠানো হয়েছে।

আজ রোববার দুপুরে সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাত ৮টায় স্থানীয় স্বেচ্ছাসেবক সাখাওয়াত খন্দকার (৪৫) ও রানা মুন্সি (৩৮) দুই জনের মোবাইলে তাদের নামে এসএমএস আসে।’

তিনি আরও বলেন, ‘এতে লেখা ছিল, ৯ জুন বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দুই জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। দুই জনের করোনার টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে।’

পরবর্তীতে পরামর্শের প্রয়োজনে তাদেরকে ১৬২৬৩ নাম্বারে যোগাযোগের জন্য বলা হয় বলেও জানান তিনি।

“Shawkat Khondoker, 45, Male from Narayanganj, is tested Nagative at Narayanganj 300 bed Hospital for Covid 19 on 2020-06-09 (yyyy-mm-dd) sample received on 2020-06-09 T 12:30. Please contact 16263 for further advice if needed-Directorate General of Health Services.’’

তিনি আরও জানান, ‘তারা কেউ গত দুই মাসের মধ্যে করোনা টেস্টের জন্য আবেদন করেননি বা নমুনা দেননি। মে মাসে একবার তারা দুজনেই পরীক্ষা করিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, একেবারে নমুনা সংগ্রহের তারিখসহ এমন ভুয়া রিপোর্ট যদি দেওয়া হয়, তাহলে কী উপায়? যদি পজিটিভ হতো তাহলে তাদের অবস্থা কেমন হতো?’

খোরশেদ বলেন, ‘আমার ধারণা এটা যান্ত্রিক সমস্যা কারণে হতে পারে।’

সাখাওয়াত খন্দকার ও রানা মুন্সী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ৬ জুন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে তারা কোনো নমুনা দেননি। এমনকি নমুনা দেওয়ার জন্য সিরিয়ালও দেননি। হঠাৎ করে এ ধরনের এসএমএস পেয়ে তারা হতভম্ব।’

তারা বলেন, ‘এর আগে বা পরে যখনই নমুনা পরীক্ষা করিয়েছি, সেই সব রিপোর্ট একদিন পরেই পেয়েছি।’

যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটা আমাদের এখানে হয়নি। ঢাকা থেকে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমাদের এখানে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয়।’

Comments

The Daily Star  | English

South Africa win World Test Championship to end trophy drought

South Africa won the World Test Championship on Saturday, completing a remarkable turnaround to beat Australia by five wickets as they successfully chased down an imposing 282-run target.

40m ago