ভালো আছেন আনু মুহাম্মদ, এখনো স্থিতিশীল নন শিল্পী বড়ুয়া

করোনা শনাক্তের পরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ।
আজ রোববার বিকালে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জ্বর এবং কাশি আছে। শ্বাসজনিত কোনো অসুবিধা নেই। অক্সিজেনের প্রয়োজন হয়নি।’
গতকাল ঢাকা মেডিকেল কলেজ ল্যাব থেকে নমুনা পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ পজিটিভ আসে। চিকিৎকের পরামর্শ অনুযায়ী তিনি মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। গত ২৮ জুলাই তার স্ত্রী শিল্পী বড়ুয়ার করোনা শনাক্ত হয়। তিনিও মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
অধ্যাপক আনু মুহাম্মদ আরও বলেন, ‘চিকিৎসা পদ্ধতিতে কিছু পরিবর্তন এসেছে। ওষুধ বদলে দেওয়া হয়েছে। আমার স্ত্রীর শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল না।’
Comments