হাজীগঞ্জ বাজারে আগুনে পুড়ে গেছে ১৫ দোকান
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান। আজ ভোররাত দেড়টায় আগুন লাগার পর ভোর চারটা পর্যন্ত চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদশী ফয়সাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বাজারের টিন পট্টি এলাকায় ভাই ভাই ভেরাইটিজ স্টোর থেকে রাত দেড়টায় আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয়রা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।’
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল আফজাল হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনায় ওই বাজারের আশেপাশের মার্কেট রক্ষা পায়। তবে টিন ও কাঠের তৈরি দোকানগুলো আগুনে পুড়ে গেলে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়।’
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম চৌধুরী ডেইলি স্টারকে বলেন, ‘এই আগুনে বাজারের প্রায় ১৫টি দোকান পুড়ে গেছে। এখানে বেশিরভাগ দোকানে বিভিন্ন পণ্যের ডিলারশিপ ছিল।’
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন ডেইলি স্টারকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’
চাঁদপুর দমকল বাহিনীর সহকারী উপ-পরিচালক ফরিদ আহমেদ ডেইলি স্টারকে বলেন, ‘আগুন লাগার সংবাদ পাওয়ার পর হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া ও চাঁদপুর সদর উপজেলা ইউনিটগুলো কাজ করে।’
আগুনে ১৫টি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা তিনি।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ডেইলি স্টারকে বলেন, ‘আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।’
Comments