করোনায় আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও তার মেয়ে
করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।
গতকাল রোববার রাতে এক টুইটে তিনি নিজের করোনা শনাক্তের কথা জানান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা বিএস ইয়েদুরাপ্পার মেয়েও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
গতকাল রাতে টুইটে ৭৭ বছর বয়সী ইয়েদুরাপ্পা বলেন, ‘আমার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে। আমি ভালোই আছি, তবে চিকিৎসকদের পরামর্শে আগাম সতর্কতা হিসেবে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি, যারা আমার কাছাকাছি এসেছেন তাদেকে সতর্ক থাকতে ও সেলফ আইসোলেশনে যাওয়ার জন্য অনুরোধ করছি।’
গত শুক্রবার বেঙ্গালুরুতে কর্ণাটকের রাজ্যপাল বজুভাই ভালার সঙ্গে সাক্ষাৎ করেন বিএস ইয়েদুরাপ্পা। সেই সময় সেখানে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসভরাজ বোমাইও উপস্থিত ছিলেন।
গত মাসে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
করোনা পজেটিভ শনাক্তের পর তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়।
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন উত্তরপ্রদেশের এক মন্ত্রী কমল রানি বরুণ। লখনৌয়ে সঞ্জয় গান্ধি পোস্ট-গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
Comments