কেবল স্বপ্ন আর প্লে-স্টেশনে মেসিকে আটকাতে পারতেন গাত্তুসো

Gennaro Gattuso
ফাইল ছবি: এএফপি

খেলোয়াড়ি জীবনে লিওনেল মেসিকে একাধিকবার প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন জেন্নারো গাত্তুসো। ইতালির এক সময়ের সেরা ডিফেন্ডারদের একজন এখন আছেন কোচের ভূমিকায়। চ্যাম্পিয়ন্স লিগে ফিরতি লেগে তার দল নাপোলি শুক্রবার নামছে বার্সেলোনার বিপক্ষে। আর স্প্যানিশ জায়ান্টদের টপকাতে হলে আটকাতে হবে মেসিকে। সেই পথই খুঁজছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে নাপোলির মাঠে ১-১ গোলে ড্র করেছিল বার্সেলোনা। শুক্রবার ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগে চূড়ান্ত হবে পরের রাউন্ডের হিসেব। এতে নিশ্চিতভাবেই বড় বাধা বার্সেলোনা অধিনায়ক।

শনিবার ইতালিয়ান লিগ শেষ করে সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন্স লিগের প্রসঙ্গ উঠতেই মেসি নিয়ে উদ্বেগের কথা আড়াল করেননি গাত্তুসো। মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতা থেকে রাখঢাক না রেখেই বললেন, মেসিকে আটকানোর উপায় জানা ছিল না তার, ‘শুধুমাত্র স্বপ্নের মধ্যেই আমি তাকে মার্ক করতে পারতাম। অথবা ছেলের প্লে-স্টেশনে সেটা পারতাম, যখন কিনা ওজন ছিল এখনকার চেয়ে ১৫-২০ কেজি কম।’

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নাপোলির বার্সেলোনায় যাওয়া নিয়ে অনেক নাটক হয়েছে। তাদের ক্লাবের সভাপতি তো করোনা ঝুঁকিতে থাকা বার্সেলোনা থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন। উয়েফা তা মানায় ন্যু ক্যাম্পেই খেলতে যেতে হবে গাত্তুসোদের। সেজন্য চূড়ান্ত পরিকল্পনাও সারা হয়ে গেছে ইতালিয়ান ক্লাবের, ‘মনে মনে একটা লাইন-আপ ঠিক করে রেখেছি। তবে খেলোয়াড়রা কীভাবে নিজেদের ঝালাই করছে তা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

7h ago