করোনাভাইরাস

আজ মৃত্যু ৩০, শনাক্ত ১৩৫৬, পরীক্ষা ৪২৮৯

Coronavirus_New_Logo.jpg
ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন আরও ৩০ জন। এখন পর্যন্ত মারা গেছেন তিন হাজার ১৮৪ জন।

একই সময়ে ৪ হাজার ২৪৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৩৫৬ জনকে শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৪২ হাজার ১০২ জনে দাঁড়াল।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Comments

The Daily Star  | English
enforced disappearance in Bangladesh

Enforced disappearance: Anti-terror law abused most to frame victims

The fallen Sheikh Hasina government abused the Anti-Terrorism Act, 2009 the most to prosecute victims of enforced disappearance, found the commission investigating enforced disappearances.

9h ago