করোনাভাইরাস

আজ মৃত্যু ৩০, শনাক্ত ১৩৫৬, পরীক্ষা ৪২৮৯

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন আরও ৩০ জন। এখন পর্যন্ত মারা গেছেন তিন হাজার ১৮৪ জন।
Coronavirus_New_Logo.jpg
ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন আরও ৩০ জন। এখন পর্যন্ত মারা গেছেন তিন হাজার ১৮৪ জন।

একই সময়ে ৪ হাজার ২৪৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৩৫৬ জনকে শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৪২ হাজার ১০২ জনে দাঁড়াল।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

5m ago